ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে মতবিনিময় সভা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-০২ ১৫:৩৩:৪৭

 বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে এনসিটিএফ’র আয়োজনে গতকাল ২রা অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 সভায় এনসিটিএফ’র সভাপতি আন নাফিউ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান ও রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন। 

 মতবিনিয় সভায় স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ রাজবাড়ীর সংগঠন প্রধান সাদমান সাকিব রাফি।

 এনসিটিএফ রাজবাড়ীর সদস্য ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসবী সুভার সঞ্চালনায় শিশুদের মধ্যে ইয়াশা হক রিমঝিম, সাহরিয়া সাফিয়া, খালিদ হাসান, মার্জিয়া তাবাসসুম ও তুর্য বক্তব্য দেন। 

 এ সময় এনসিটিএফ রাজবাড়ীর সকল সদস্য, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 মতবিনিময় সভায় শিশুশ্রম বন্ধ, শিশুদের লেখাপড়ার সুযোগ প্রদান, মাদক ও ধুমপান বিক্রি বন্ধ, হাসপাতালে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, সরকারী প্রতিষ্ঠানগুলো শিশু বান্ধব সলুভ তৈরি করা, শিশুদের জন্য মানসম্মত বিনোদন কেন্দ্র তৈরি, শিশুদের জন্য বিনামূল্যে বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা, চিত্রা হলের জায়গা শিশুদের বিনোদন বা খেলার জায়গা নির্মাণের দাবী, দৌলতদিয়ার মেয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, একই দিনে একাধিক কোচিং চাপ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের টিফিনগুলো মানসম্মত, ছোটখাটো ভুলের জন্য অতিরিক্ত হারে শিশুদের জন্য মানষিকভাবে নির্যাতন বন্ধ, শিশু হত্যাকারীর শাস্তি ও এ ধরণের ঘটনা না ঘটে সে বিষয়ে নজর দেওয়ার আহবান জানানো হয়। 

 এছাড়াও সাম্প্রতিক সময়ে সমন্বয়ক নামের অসাধু কিছু শিক্ষার্থীরা শহরে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছে। এর প্রতিকারের এবং ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ