ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
শিশু মিনহাজুল হত্যাকান্ডের ন্যায় বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ॥স্মারকলিপি পেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-০৩ ১৬:২৩:২৫

 রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের আলোচিত ১২বছরের শিশু মিনহাজুল শেখ হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

 গতকাল ৩রা অক্টোবর দুপুরে বৃষ্টিতে ভিজে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কর্মসূচী পালন করে নিহত শিশুর স্বজন ও ওই এলাকার অন্তত দুই শতাধিক নারী-পুরুষ। এর আগে বেলা ১১টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে মানববন্ধন করে তারা। 

 প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের জন্য এলাকাবাসী জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।

 মানববন্ধনে নিহত শিশু মিনহাজুলের বাবা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের বাসিন্দা আজাদ শেখ, মা খাদিজা বেগম ও স্থানীয় ইউপি সদস্য রাজা মোল্লাসহ অনেকেই বক্তব্য দেন।

 মিনহাজুলের মা খাদিজা বেগম বলেন, গত ২২শে সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মিনহাজুল খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে তার বন্ধু সুমনের কাছে জানিয়ে স্থানীয় মোক্তার সরদারের মাল্টার বাগানে যায়। তখন থেকে সে নিখোঁজ ছিল। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। মাল্টা বাগানে খোঁজার জন্য মোক্তার সরদারের কাছে বার বার বাগানের গেটের চাবি চাইলেও তারা দেয়নি। পরে এ ঘটনায় ২৩শে সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় জিডি করি। ২৪শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে মোক্তার সরদারের মাল্টা বাগানের পাশে একটি ধানক্ষেতে আমার ছেলের মরদেহ পাওয়া যায়।

 মিনহাজুলের বাবা আজাদ শেখ বলেন, মোক্তার সরদারের মাল্টা বাগানে ঢুকে মাল্টা খাওয়ার অপরাধে মিনহাজুলকে বিদ্যুতের শক দিয়ে হত্যার পর জিহ্বা, হাতের কব্জি ও গোপনাঙ্গ কেটে চোখ উপড়ে ফেলা হয়। পরে মরদেহ যাতে শনাক্ত না করা যায় এজন্য মরদেহ এসিড দিয়ে পুড়িয়ে মাল্টা বাগানের পাশের একটি ধানক্ষেতে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি ও ময়না তদন্ত সম্পন্ন করে।

 ইউপি সদস্য রাজা মোল্লা বলেন, এ ঘটনায় বাগানের মালিক মোক্তার সরদার ও কর্মচারী রশিদ মন্ডলের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে মিনহাজুলের বাবা আজাদ শেখ। তবে থানা থেকে মূল ঘটনা ধামাচাপা দিতে বাদীকে এজাহার পড়ে না শুনিয়েই এজাহারে স্বাক্ষর নিয়ে হত্যা মামলা রুজু না করে ৩০৪(ক) ও ২০১ ধারায় (অবহেলা জনিত মৃত্যু ও অপরাধের আলামত নষ্ট করার অপরাধ) মামলা রুজু করা হয়। রাজবাড়ী থানার মামলা নং-২৮, তারিখ-২৪/০৯/২৪ইং, ধারাঃ ১৮৬০ এর ৩০৪(ক)/২০১/৩৪ দঃ বিঃ। জিআর নং-৩৬১/২০২৪।

 বক্তারা বলেন, গত ২৯শে সেপ্টেম্বর মামলার প্রধান আসামী মালটা বাগানের মালিক মোক্তার সরদার আদালতে আত্মসমর্পন করে জামিন নিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী পক্ষকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। হত্যা মামলার আসামী যদি আদালতে এসেই জামিন পেয়ে যায় তাহলে দেশে ন্যায় বিচার থাকলো কোথায়। কিভাবে আলোচিত ঘটনায় একদিনের মধ্যে মামলার প্রধান আসামী মোক্তার জামিন পেলো এ বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমাদের এলাকাবাসীসহ ইউনিয়নবাসীর দাবী- যে বিচারক মোক্তার সরদারকে জামিন দিয়েছে অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে। এছাড়াও মামলার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তাকেও প্রত্যাহার করে নতুন করে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে মামলাটি পুনঃতদন্ত করে আদালতে রিপোর্ট দিয়ে মামলার আসামীদের অবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

 এ বিষয়ে রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডঃ মোঃ উজির আলী শেখ বলেন, শিশু মিনহাজুল শেখ হত্যাকান্ডের ঘটনায় রাষ্ট্রপক্ষ থেকে আসামী মোক্তার সরদারের জামিন বাতিলের জন্য রিভিশনের প্রস্তুতি চলছে। আমরা আশাবাদী বাদীপক্ষ নিশ্চয়ই ন্যায় বিচার পাবে।

 মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল শেষে বরাট ইউনিয়নবাসীর পক্ষ থেকে শিশু মিনহাজুল হত্যার সুষ্ঠু তদন্তের দাবী করে হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 উল্লেখ্য, এ মামলার প্রধান আসামী মোক্তার সরদার গত ২৯শে সেপ্টেম্বর রাজবাড়ীর ১নং আমলী আদালতে আত্মসমর্পন করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুমন হোসেন আসামী মোক্তার সরদারের জামিন মঞ্জুর করেন। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ