ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে---সাবেক এমপি খৈয়ম
  • রনজু আহাম্মেদ
  • ২০২৪-১০-০৪ ১৬:০১:৫৫

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

 গতকাল ৪ঠা অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ তার বাসভবনে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

 রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে ও পৌর বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মিরাজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সদস্য নঈম আনসারী, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সদস্য রইস উদ্দিন ডিউক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহীন, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনজুর ইদ্রিস, সাধারণ সম্পাদক আব্দুল হকেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খলিল মন্ডল, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম কুহু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ওহিদুল আক্তার মিন্টু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মিন্টু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শাহজাহান, সাধারণ সম্পাদক কাজী কৌশিক আহমেদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক আফজাল শেখ, সাংগঠনিক সম্পাদক লিটন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুটু ও সাধারণ সম্পাদক নাসির মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজনু মন্ডল, সাধারণ সম্পাদক তুহিন ও সাংগঠনিক সম্পাদক হারুন বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী জেলার যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার ও জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ৬ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 মতবিনিময় সভায় সাবেক জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বৈরাচারদের বিচার না হলে এদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। বিএনপি গত ১৭ বছর ধরে গণতন্ত্র ও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করছে। এ সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা, গুম ও খুনের শিকার হয়েছে। যারা এসব অপকর্মের সাথে জড়িত, তাদের গ্রেফতার ও বিচার করতে হবে। স্বৈরাচারদের বিচার না হলে এ দেশে গণতন্ত্র থাকবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী দেশের মানুষের পক্ষে যেমন কাজ করতে হবে, খুনি স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসদের বিচার নিশ্চিত করতে হবে।

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ