ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-০৫ ১৫:২১:২৫

 রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের পান্না চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

 র‌্যালী শেষে কালেক্টরেটের সম্মেলন কক্ষে রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ মাসুদুজ্জামান, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর (ফার্ম মেশিনারি) সমর কান্তি হালদার, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আঞ্জুমান আরা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন ও রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক চায়না রানী সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। 

 সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ই অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। শিক্ষকরা শিক্ষকদের মতো পড়াবে। তাদের মতো করে সঠিকভাবে শিক্ষা প্রদান করবেন। একজন শিক্ষকের থেকে আমরা শুধু শিক্ষা গ্রহণ করবো, তা করা যাবে না। একজন আদর্শবান শিক্ষকের দিকে খেয়াল করলে শিক্ষার পাশাপাশি অনেক কিছু শেখা যাবে। শিক্ষকদেরও মানবিক হতে হবে। একজন মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে পড়তে পারছে না সেটা দেখে শিক্ষক শিক্ষার্থীর বাড়ি গিয়ে বলে আমার কাছে পড়ো তুমি। একজন শিক্ষার্থী টাকার জন্য পরীক্ষার ফি সহ বই কিনতে পারছে না সেটা একজন শিক্ষক নিজের টাকা দিয়ে শিক্ষার্থীর সহযোগিতা করছে। এমন শিক্ষক যত হবে ততো আমরা এগিয়ে যাবো। আমাদের নৈতিক শিক্ষা, মূল্যবোধ শিক্ষা, দেশপ্রেম শিক্ষা এগুলো আমাদের আরো বৃদ্ধি করতে হবে। কারণ আমরা সেই মানুষ চাই না যে সে খুব মেধাবী কিন্তু তার বাবা-মা কে সম্মান করে না। আমরা সেই ছাত্র-ছাত্রী চাই না যে খুব মেধাবী সে তার শিক্ষককে সম্মান করে না। আমরা সেই ব্যক্তি চাই না, যে সে খুব  মেধাবী  বিদেশে চলে গেছে দেশে ফিরে আসেনি। আমরা চাই যারা দেশপ্রেমিক হবে দেশকে ভালোবাসবে, বাবা-মাকে সম্মান করবে, শিক্ষককে সম্মান করবে। আমরা এমন শিক্ষার্থী চাই। শিক্ষক শাসন করবে, ভালোবাসবে। শিক্ষককে কখনো অসম্মান করা যাবে না।

 তিনি আরও বলেন, শিক্ষকেরা কিছু দাবী জানিয়েছিলেন সরকার সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে শিক্ষকরা আমার কাছে যে স্মারকলিপি দিয়েছে সেটা আমি কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি।

 
ভারতের সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের নির্মমভাবে নির্যাতন ও নিপীড়ন করেছে---খৈয়ম
তাবলীগের সাথীদের হত্যাকান্ডের ঘটনায় রাজবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
রাজবাড়ীর আদালতে জিপি পদে নিয়োগ পেলেন এডঃ শাহিদুল
সর্বশেষ সংবাদ