মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিবন্ধিত ১৮৩০জন জেলের মধ্যে গতকাল ১০ই অক্টোবর সকালে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
এর মধ্যে উজানচর ইউনিয়নে ৪৭৫ জন, দৌলতদিয়া ইউনিয়নে ৫৮৪ জন, দেবগ্রাম ইউনিয়নে ৫৬৯ জন ও ছোট ভাকলা ইউনিয়নে ৮০ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম ও উল্লেখিত চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা মৎস্য অফিসের সহকারী ফিল্ড এ্যাসিসটেন্ট কৃষ্ণ লাল দাস উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আগামী ১২ই অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরনসহ যে কোন ধরণের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এ সময় সকল জেলের এই ২২দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান।
তিনি আরও বলেন, কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।