ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
লাইফ কেয়ার হসপিটালের উদ্যোগে বানীবহে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-১৯ ১৫:১৪:৪০

 রাজবাড়ী শহরের লাইফ কেয়ার হসপিটালের উদ্যোগে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সৈয়দ পাচুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১৯শে অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখে চিকিৎসা সেবা দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা।

 এ উপলক্ষে বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন খানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে লাইফ কেয়ার হসপিটালের চেয়ারম্যান আমিন উদ্দিন মোল্লা বক্তব্য রাখেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন লাইফ কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নজরুল ইসলাম।

 এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম মিয়া, বানীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মিজি, বিশিষ্ট সমাজসেবক মোঃ বাবুল সরদার, বানীবহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মামুন-অর রশিদ মামুন ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল রহমান বক্তব্য রাখেন। এ সময় লাইফ কেয়ার হসপিটালের পরিচালকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার গাইনী, প্রসূতি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ উম্মে জোহরা(তানি), মেডিসিন, লিভার ও পরিপাকতন্ত্র রোগের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ রবিউল ইসলাম, লাইফ কেয়ার হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ রিয়াজুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সাব্বির আহমেদ ও ডাঃ আফসানা আক্তার মিলি।

 ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫শত রোগীকে চিকিৎসা সেবা ছাড়াও ঔষধ প্রদান, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়  

 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ