ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-২০ ১৫:২৩:১১

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে অক্টোবর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ওজোপাডিকো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস ও উপ-পরিচালক পরিবার পরিকল্পনা(ভারপ্রাপ্ত) মোঃ ইসতিয়াজ ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।

 জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদের সঞ্চালনায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এসএম এ হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হক, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবীবুর রহমান, জেলা কারাগারের জেল সুপার(ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, রাজবাড়ী আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী কমিশনার মোঃ আবজাউল আলম, জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাঃ রেজাউল হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, এনজিও রাসের নির্বাহী পরিচালক  লুৎফর রহমান লাবু, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 সভায় বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিরা তাদের কার্যসূচী উপস্থাপন করেন।

 সভায় পৌরসভা এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ, বিভিন্ন কৃষি জমিতে জলাবদ্ধতা দূরীকরণ, নদী ভাঙন ঠেকাতে আপদকালীন কাজ, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসা সেবা, কৃষির উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 পরে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ(সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ