ঢাকা বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
পাংশার মাছপাড়ায় বিএনপির জনসভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১০-২৯ ১৫:৪৬:৪৭

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির কানুখালী রেলগেট মাঠে গতকাল ২৯শে অক্টোবর বিকালে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 মাছপাড়া ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং শামীম আহমেদের উপস্থাপনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ.আর মাহমুদুল হক রোজেন বক্তব্য রাখেন।

 তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের দোসররা নানাভাবে ষড়যন্ত্র ও গুজব ছড়াচ্ছে। কেউ গুজবে কান দিবেন না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মাঠে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত এবং রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর নেতৃত্বে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণের গুরুত্বারোপ করেন তিনি।

 বিশেষ অতিথিদের মধ্যে পাংশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পাংশা সরকারী কলেজের সাবেক ভিপি ও সাবেক জিএস মোঃ হাবিবুর রহমান রাজা, রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল লতিফ খান, মাছপাড়ার বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম খান, পাংশা উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম.এ জিন্নাহ, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে সবুজ মিয়া, সজীব রাজা, রমজান আলী, আশিকুল ইসলাম রতন প্রমূখ বক্তব্য রাখেন। 

 জনসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাছপাড়া ইউপির বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগণ মিছিল সহকারে জনসভায় যোগ দেয়।

 

 

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজবাড়ীতে  পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে ----পুলিশ সুপার
 রাজবাড়ীর ১নং বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র মামলার রায়ে পাংশার সন্ত্রাসী আলমের যাবজ্জীবন
রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক উদ্ধার॥গ্রেফতার-৫
সর্বশেষ সংবাদ