ঢাকা বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়া উপজেলা আ’লীগ সভাপতি হান্নান মোল্যার জামিন
  • আশিকুর রহমান
  • ২০২৪-১০-২৯ ১৫:৪৭:০৭

 চাঁদাবাজি ও মারামারির মামলায় গত ২৮শে অক্টোবর দিনগত রাত ২টার দিকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা(৭০)।  গতকাল ২৯শে অক্টোবর বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে জামিন পান উপজেলা আওয়ামী লীগের এই নেতা।

 জানা গেছে, গত ২৮শে অক্টোবর দিনগত রাত ২টার দিকে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে আব্দুল হান্নান মোল্যাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানা পুলিশ। গতকাল ২৯শে অক্টোবর বিকেলে তাকে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে সোর্পদ করা হয়। এ সময় তার পক্ষের আইনজীবীরা আদালতে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রওনক জাহান তার জামিন মঞ্জুর করেন।

 বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামাল উদ্দিন বলেন, ‘গত ৯ই সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় চাঁদাবাজি ও মারধরের একটি মামলা দায়ের করেন উপজেলার বনগ্রামের বিপুল হোসেন নামে এক ব্যক্তি। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে আব্দুল হান্নান মোল্যাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।’

 আব্দুল হান্নান মোল্যার আইনজীবী এডভোকেট মোঃ আনিসুর রহমান বলেন, ‘এ মামলার এজাহার নামীয় ৮ জন আসামীর সবাই জামিনে রয়েছেন। আব্দুল হান্নান মোল্যা এ ঘটনার সঙ্গে জড়িত নয় এবং মামলার এজাহারেও তার নাম নেই। এছাড়া তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও অসুস্থ মানুষ হওয়ায় বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

 

 বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়া উপজেলা আ’লীগ সভাপতি হান্নান মোল্যার জামিন
পাংশায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সেমিনার
পাংশায় পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১
সর্বশেষ সংবাদ