ঢাকা বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক উদ্ধার॥গ্রেফতার-৫
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২৯ ১৫:৪৯:২৫

 রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রিজ এলাকা থেকে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক ও চিনি বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

 গতকাল ২৯শে অক্টোবর দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভিন।

 গ্রেফতারকৃতরা হলো- যশোর জেলার কোতোয়ালী থানার কচুয়া গ্রামের কুদ্দুস খানের ছেলে শামীম রেজা(৩৪), একই গ্রামের  মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান(৩৮), একই উপজেলার মনসেপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে আলমগীর হোসেন(৩৩), ট্রাকের চালক কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে আবুল বাশার(৩০) ও একই গ্রামের মৃত ওয়াজেদের ছেলে বাবু মিয়া(২৫)।

 সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভিন জানান, জননী ফুড প্রোডাক্ট কোম্পানির ৪০০ বস্তা চিনি নিয়ে একটি ট্রাক সিলেট থেকে রংপুর যাচ্ছিল। গত ২৫শে অক্টোবর দিনগত রাত ২টার দিকে ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রিজ এলাকায় এলে ট্রাকের চালক আবুল বাশারের যোগসাজশে সড়কে প্রাইভেট কার দিয়ে ট্রাকটি থামিয়ে ছিনতাই করা হয়। 

 এ সময় তারা ট্রাকে থাকা ওই কোম্পানির শ্রমিক সরোয়ার হোসেনকে জোরপূর্বক ট্রাক থেকে নামিয়ে প্রাইভেট কারে তুলে হাঁত-পা বেঁধে ফরিদপুরের কানাইপুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে গত ২৬শে অক্টোবর ভোর ৪টার দিকে সরোয়ার হাত পায়ের বাঁধন খুলে ঘটনাটি তার ভাই মোবারক হোসেনকে জানান। মোবারক হোসেন ঘটনা জানার পরপরই জননী ফুড প্রোডাক্ট কোম্পানির জেনারেল ম্যানেজার তানজিল ইসলামকে জানান। 

 তিনি জানান, এ ঘটনায় ২৭শে অক্টোবর তানজিল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। পরদিন ২৮শে অক্টোবর রাতভর যশোর জেলার কোতোয়ালী মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক ও চিনি বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ট্রাক চালক আবুল বাশারসহ ৫জনকে গ্রেফতার করা হয়।

 
মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজবাড়ীতে  পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে ----পুলিশ সুপার
 রাজবাড়ীর ১নং বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র মামলার রায়ে পাংশার সন্ত্রাসী আলমের যাবজ্জীবন
রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক উদ্ধার॥গ্রেফতার-৫
সর্বশেষ সংবাদ