ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
  • মীর সামসুজ্জামান সৌরভ/সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-১১-০১ ১৫:৫১:৩৪

“দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে গতকাল ১লা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

 যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, বৃক্ষরোপণ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 এর আগে দিবসটি উপলক্ষে সকালে আলাদীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

 আলোচনা সভায় রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।

 রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, উদ্যোক্তা মিজানুর রহমান মিলন, নারী উদ্যোক্তা খাদিজাতুল কুবরা(নাজমা) বক্তব্য রাখেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে।

 এ সময় সিনিয়র প্রশিক্ষক(পশু পালন) মোঃ সহিদুল আলম, সিনিয়র প্রশিক্ষক(মৎস্য) মোঃ জহিরুল হক ভুঁইয়া, সিনিয়র ইন্সট্রাক্টর(কৃষি) আব্দুল কাইয়ুম, প্রশিক্ষক(মৎস্য) কৃষিবিদ মোঃ আহসান হাবীব, প্রশিক্ষক(পশুপালন) মোঃ আব্দুস সামাদসহ যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব শক্তির কোন বিকল্প নেই। তাই যে কোন মূল্যে যুব শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্বার্থ ভৌমিক বলেন, নতুন বাংলাদেশের জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপকভাবে। এই সুযোগ গ্রহণ করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলবে।

 তিনি আরও বলেন, আমাদের দেশে যুবক বেশি। এই যুব সমাজকে যদি আমরা দেশের কাজে লাগাতে পারি ও অর্থনৈতিক কাজে লাগাতে পারি তাহলে আমরা আউটপুট পাবো বেশি। একজন যুবকের কর্মক্ষমতা ও একজন বয়স্ক মানুষের কর্মক্ষমতার মধ্যে পার্থক্য রয়েছে। তাই যুব সমাজকে আমাদের কাজে লাগাতে হবে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

 অনুষ্ঠানে সফল আত্মকর্মীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষিত ৫৩ জন যুবক-যুব মহিলার মাঝে ৪৪ লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। 

 পরে অতিথিরা যুব উন্নয়নের ভেতর ফুলের চারা রোপণ করেন এবং যুব উন্নয়নের সামনের খাল পরিষ্কার কর্মসূচীর উদ্বোধন করেন।

 
রাজবাড়ীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৬০ বছরের সংসার ঃ একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো স্বামী-স্ত্রী’র
সর্বশেষ সংবাদ