ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
রাজবাড়ীতে কোন চাঁদাবাজি হবে না॥কাউকেই করতেও দিবো না------জেলা প্রশাসক
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১১-১০ ১৪:৫০:৫৬

 রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, রাজবাড়ী জেলায় কোন চাঁদাবাজি হবে না। কাউকে চাঁদাবাজি আমরা করতে দিবো না। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা একটি সুন্দর রাজবাড়ী গড়ে তুলতে চাই। যেখানে মানুষ শান্তিতে নিশ্বাস ফেলবে, স্বাচ্ছন্দে ঘুরে বেড়াবে, শহরকে ভালোবেসে চলাফেরা করবে। সেরকম একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই।

 গতকাল ১০ই নভেম্বর সকাল ১০টায় রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 জেলা প্রশাসক বলেন, যারা মাদকসেবী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা মাদকের গডফাদার আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি পরিস্কার ভাবে বলতে চাই সরকারের সম্পদের যত অবৈধ দখলদার আছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আমাদের সরকারের স্বার্থ জড়িত আছে যেখানে সেগুলো আমরা সংরক্ষণ করবো এবং সরকারের যেগুলো অবৈধ দখলদার আছে, আপনারা আমাদের তথ্য দেন আমরা সেগুলোকে দখলমুক্ত করতে চাই।

 তিনি বলেন, আমাদের সবার দায়িত্ব হচ্ছে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে গেলে সমাজের মধ্যে যে কালিমা গুলো আছে এবং যে দুর্গন্ধ গুলো আছে সেগুলোকে দূরীভূত করতে হবে। আমরা সেই স্পিড নিয়ে এগিয়ে যাব। আমি প্রত্যাশা করি আমাদের পুলিশ সুপার ও সেনাবাহিনী যে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমরা আগামীতেও সেই ভাবে সাপোর্টগুলো পাবো। বিশেষ করে যে চাঁদাবাজির বিষয়টা উঠে এসেছে এই চাঁদাবাজি নিয়ে আমরা খুব বিব্রত। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে ইতিমধ্যে যা ব্যবস্থা নিয়েছি এর থেকেও শক্ত ব্যবস্থা আগামীতে নিতে যাচ্ছি। 

 জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় রাজবাড়ী সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মোঃ রেজাউর রহমান, পিপিএম, পিএসসি, পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

 রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। ইতিমধ্যে জেলায় ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। কয়েকটি হত্যাকান্ডের ক্লু খুঁজে বের করে আমরা আসামীদের গ্রেপ্তার করে তাদের ১৬৪ ধারার জবানবন্দি নিয়েছি। সাম্প্রতিক সময়ে কালুখালী উপজেলার ধানক্ষেত থেকে অজ্ঞাত একটি নারীর মরদেহ উদ্ধার করা হয়। সেই মরদেহের পরিচয় আমরা শনাক্ত করেছি। তারপর ওই নারীর পিতা বাদী হয়ে মামলা করলে আমরা হত্যাকান্ডের সাথে জড়িত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়াও জেলায় অক্টোবর মাসে সংগঠিত ডাকাতি, দস্যুতাসহ দুুইটি হত্যাকান্ডের মামলার আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা সকল মামলার রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়াও জেলায় বাসা-বাড়িতে ও দোকানে চুরির কিছু ঘটনা রয়েছে। আমরা ইতিমধ্যে চোর চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করেছি। এছাড়াও জেলায় মোটর সাইকেল চুরি, গরু চুরি বেড়ে গিয়েছিল। আমরা এই মোটর সাইকেল চোর ও গরু চোরদের গ্রেপ্তার করেছি। আশা করছি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

রাজবাড়ী সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মোঃ রেজাউর রহমান, পিপিএম, পিএসসি বলেন, ইতিমধ্যেই কয়েকটি যৌথ অপারেশন করেছি। ফেরী ঘাটের চাঁদাবাজি বন্ধ করতে আমরা অপারেশন করে ৩জনকে আটক করি। আমরা প্রশাসনের পক্ষ থেকে ভালো সহযোগিতা পেয়েছি। আমরা নিয়মিত চেকপোস্ট করছি। অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নিব। আমরা বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছি। কিন্তু পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না। এজন্য সিন্ডিকেটকে ভাঙ্গতে হবে। আপনারা আমাদেরকে সন্ধান দেন আমরা ব্যবস্থা নিব। এছাড়াও নিম্ন পর্যায়ের মানুষের জন্য সরাসরি একটা বাজার করে দিতে পারি যেখানে কোন দ্বিতীয় পক্ষ ও তৃতীয় পক্ষ থাকবে না। উৎপাদনকারীরা সরাসরি এসে বিক্রি করবে। এরকম বাজার তৈরি করলে সবজির দাম সহনীয় থাকবে।

 তিনি আরও বলেন, আমাদের স্পেসিফিক দুইটি টিম রেডি থাকে সবসময়। একটি হলো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য ও অপরটি হলো অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য। মোবাইল কোর্ট থেকে আমাদের জানালে আমরা ১০ মিনিটের মধ্যে ব্যবস্থা নিতে পারি। আমাদের যদি বালু উত্তোলনের বিষয়ে তথ্য দেন তাহলে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারবো। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা ব্যবস্থা নিব।

 সভায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুন-অর-রশিদ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী জিআরপি থানার প্রতিনিধি, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছমির উদ্দিন, র‌্যাব-১০ সিপিসি-৩ এর প্রতিনিধি সাঈদুর রহমান তাদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।

 অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সঞ্চালনায় এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, সাদ আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদ, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসিফুর রহমান, জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাঃ রেজাউল হাসান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টানো মারিও রেখাসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সভায় রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, এডিস মশা নিধন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, সড়ক দূর্ঘটনায় আহত/নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরির লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা, বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কার্যক্রম মনিটরিং কমিটির সভা, কারাগারে থাকা শিশু কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্সের সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 
রাজবাড়ীতে কোন চাঁদাবাজি হবে না॥কাউকেই করতেও দিবো না------জেলা প্রশাসক
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসকের বাণী
ঢাকা বিভাগীয় কমিশনার ও রাজবাড়ী জেলা প্রশাসকের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
সর্বশেষ সংবাদ