ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
রাজবাড়ীর বিনোদপুরে সাবেক ছাত্রলীগ নেতা তানভীরকে কুপিয়ে হত্যা॥২জন গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১৩ ১৪:১২:০১

রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তানভীর শেখ (২২)কে কুপিয়ে হত্যার ঘটনায় ৯জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। 

 গতকাল ১৩ই নভেম্বর সকাল সাড়ে ৯টায় নিহত মোঃ তানভীর শেখের মামা মোঃ আলম শেখ বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ২জন আসামীকে গ্রেপ্তার করেছে।

 গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ৩নং ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে কাজল(২১) ও রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ(৩০)। এজাহারনামীয় ৪নং আসামী কাজলকে বিকাল ৩টার দিকে বিনোদপুর ও ৮নং আসামী রহিম শেখকে সন্ধ্যা ৬টার দিকে বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মোঃ তানভীর শেখকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহত তানভীরের মামা বাদী হয়ে সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 নিহত মোঃ তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড বিনোদপুর গ্রামের বাবু শেখের ছেলে। সে রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিল। তানভীর ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

 এর আগে গত ১২ই নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ডের সার্বজনীন দূর্গামন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তানভীর শেখ (২২)কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড বিনোদপুর গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে সামনে তিন রাস্তার মোড়ে গেলে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ৭/৮ জন দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে পেটসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তানভীরকে গুরুতর জখম করে। 

 নিহত তানভীরের ভাবী লিমা খাতুন জানান, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মুন্নুর দোকানে যায় তানভীর।পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ফরিদপুর নেয়ার পথে মারা যান তানভীর।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বলেন, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ও রাজবাড়ী সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোঃ তানভীর শেখ হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় ২জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

 

সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে------জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ