ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
বালিয়াকান্দিতে সালমা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন-বিক্ষোভ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১৫ ১৪:০০:৫৮

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সালমা আক্তার নামে এক স্বামী পরিত্যাক্তা নারী হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

 গতকাল ১৫ই নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামবাসী উদ্যোগে গোবিন্দপুর জামে মসজিদ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বহরপুর-রামদিয়া সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী।

 এ সময় জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মনির, আঃ রহিম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। পরে মসজিদ প্রাঙ্গণে সালমা হত্যার প্রতিবাদ ও মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 বক্তারা বলেন, বর্তমানে এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আনাগোনা বেড়েছে। যার কারণে এলাকায় নানা অপকর্ম হচ্ছে। গত ১লা নভেম্বর রাতে স্বামী পরিত্যাক্তা অসহায় সালমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে লেবু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আজ পর্যন্ত এই হত্যাকান্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন। তারা আশা করেন দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করবে।

 উল্লেখ্য, গত ১লা নভেম্বর রাতে গোবিন্দপুর গ্রামের সায়েল উদ্দিনের লেবু বাগান থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় সৈয়দ আলী মন্ডলের মেয়ে সালমা আক্তার(৩৫) এর মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে সৈয়দ আলী মন্ডল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করে।

 
রাজবাড়ীতে মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণের সুফল পাচ্ছে কৃষকরা
কালুখালীতে বিএনপি নেতাকে ফাঁসানো হলো আওয়ামী লীগের লিফলেট বিতরণের মামলায়
বালিয়াকান্দিতে মহানাম সংকীর্তন পরিদর্শনে বিএনপি নেতা হারুন
সর্বশেষ সংবাদ