ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
পাংশায় শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে রাস উৎসব পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১৬ ১৪:০৮:১৭

 রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী এলাকাস্থ শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে গত ১৫ই নভেম্বর রাতে রাস পূর্ণিমা উপলক্ষে রাস উৎসব পালিত হয়েছে।

 এ উপলক্ষে পদাবলী কীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কর্মসূচি শুরু হয়। রাস পূর্ণিমা উপলক্ষে পদাবলী কীর্তন পরিবেশন করেন সুরঞ্জন বিশ্বাস ও তার দল।

 অনুষ্ঠানে শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি ভজ গোবিন্দ দে, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সদস্য ও পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্র নাথ বিশ্বাস, শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের উপদেষ্টা সদস্য রঞ্জিত কুমার বিশ্বাস, শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম পরিচালনা কমিটির সদস্য দেবাশীষ কুন্ডু, শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সেবাইত পতিত পাবন দাসসহ সনাতন ধর্মীয় নারী-পুরুষ বহু লোকজন উপস্থিত ছিলেন।

শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে রাস উৎসব পালনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অমিত কুন্ডু ও পান্না কুন্ডু। পদাবলী কীর্তন শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাত ১০টার দিকে কর্মসূচি শেষ হয়।

 
রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ