ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
শহীদ ওহাবপুর ইউনিয়নে প্রতিপক্ষের অপরিপক্ক ধান কেটে নেয়ার অভিযোগ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৪ ১৪:৪৭:৩৭

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে দবির উদ্দিন সরদার (৮৫) নামে এক কৃষকের চাষকৃত অপরিপক্ষ ধান কেটে নিয়ে গেছে কেটে নিয়েছে গেছে প্রতিপক্ষের লোকজন।

 গত ১৪ই নভেম্বর সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ব্র্যাকের মুরগির ফার্মের বিপরীত পাশের ফসলি মাঠে ঘটনাটি ঘটেছে। ভূক্তভোগী দবির উদ্দিন সরদার শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের মৃত গনি সরদারের ছেলে।

 এ ঘটনায় ভূক্তভোগী দবির উদ্দিন সরদার একই গ্রামের মোঃ মজিবর মোল্লা (৫২) ও মহসিন মোল্লা(২৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে অভিযুক্ত করে রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপরিপক্ক ধান কেটে নেয়ার সত্যতা খুজে পায়।

 থানা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭মাস আগে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের মৃত জিমাতউল্লা মোল্লার ছেলে অভিযুক্ত মজিবুর মোল্লা তার চাষের ১১০ শতাংশ জমি ভূক্তভোগী দবির উদ্দিন সরদার(৮৫) এর কাছে ৪লক্ষ টাকার বিনিময়ে গিরবি(বন্ধক) রাখেন। এর মধ্যে ৯০শতাংশ  জমিতে দবির উদ্দিন সরদার রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ব্রি-১০৩ (আমন) ধান রোপন করেন। গত ১৪ই নভেম্বর সকাল ৮টায় অভিযুক্তরা তাদের বন্ধক দেওয়া চাষের ধানের জমির অপরিপক্ক ধান কেটে বাড়ী নিয়ে যেতে শুরু করে। স্থানীয়দের মাধ্যমে ভূক্তভোগী বিষয়টি জানতে পেরে ধান কাটতে নিষেধ করলে অভিযুক্ত মজিবর মোল্লা ও মহসিন মোল্লা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারার জন্য তেরে আসে। অভিযুক্তরা গিরবি (বন্ধক) দেওয়া জমির প্রায় ৭০ শতাংশ ধান কেটে জোর পূর্ব বাড়ী নিয়ে যায়। এতে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামের জমির উদ্দিন সরদারের ছেলে ইদ্রিস সরদার(৫১) এর সাথে তার প্রতিবেশী মজিবুর মোল্লার ছেলে মহসীন মোল্লা (২৪)কে বিদেশে পাঠানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিলো। ওই দ্বন্দ্বের জের ধরে মজিবর তার লোকজন দিয়ে ইদ্রিসের বাবা দবির উদ্দিন সরদারের কৃষি অফিসের দেয়া প্রদর্শনী প্লটের ধান কেটে নিয়ে গেছে। 

 ভূক্তভোগী দবির উদ্দিন সরদারের ছেলে কামরুল ইসলাম ইদ্রিস সরদার বলেন, আমি গত প্রায় ৮মাস আগে প্রতিবেশী চাচা মজিবর মোল্লার কাছে থেকে ১১০ শতাংশ জমি বন্ধক রেখে চাষাবাদ করে আসছি। আমি প্রথম ধাপে জমি বন্ধক রাখা বাবদ বাবু মোল্লাকে স্বাক্ষী রেখে মজিবর মোল্লার ভাতিজা আনিসের হাতে ২লক্ষ ৪০হাজার টাকা, দ্বিতীয় ধাপে মুনসুরকে স্বাক্ষী রেখে অভিযুক্ত মজিবরের হাতে ৪০হাজার টাকা ও তৃতীয় ধাপে নগদ ৭০হাজার টাকা এবং দুই বারে বিকাশে ২০ হাজার ও ৩০হাজার টাকা প্রদান করি।

 এ বিষয়ে অভিযুক্ত মজিবর মোল্লা ধান কেটে নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ভূক্তভোগী দবির উদ্দিন সরদারের ছেলে কামরুল ইসলাম ইদ্রিসকে চাষাবাদের জন্য জমি বর্গা দিয়েছিলাম। বন্ধক রাখি নাই ওই জমি। আমার ছেলে মহসিনকে সৌদি আরবে পাঠিয়ে সে আমার অনেক টাকা ক্ষতি করেছে। 

 এ ব্যাপারে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম বলেন, জোর করে ধান কাটার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্তদের ধান কেটে নিতে নিষেধ করা হয়েছিলো। এরপর উভয় পক্ষকে মিমাংসার মাধ্যমে ধান কেটে নিতে বলা হয়। এখনও মিমাংসা না হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ