রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর চূড়ান্ত ফলাফল গতকাল ২৪শে নভেম্বর রাতে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলসেডে ঘোষণা করা হয়েছে।
রাজবাড়ী ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন উক্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কমিটির সভাপতি ও রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর কয়েকটি ধাপ পেরিয়ে আজ চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা ঘোষণা করলাম। রাজবাড়ীতে ২৩ জন পুরুষ ও ৮ জন নারী নির্বাচিত হয়েছে। যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে তারা তাদের সম্পূর্ণ দক্ষতা ও মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। যারা মনোনীত হয়েছে তারা বেশিরভাগই দরিদ্র পরিবারের, কৃষক পরিবারের সন্তান। তারা তাদের নিজ যোগ্যতায় কনস্টেবল নিয়োগে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। আমরা যারা নিয়োগ বোর্ডে ছিলাম আমরা বিশ্বাস করি এটা আমাদের ভালোলাগার জায়গা এটি। সুন্দরভাবে এই নিয়োগটি সম্পূর্ণ করতে পেরে আমাদের ভালো লাগছে।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) কাজী হুমায়ুন রশিদ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীবসহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণা শেষে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীনসহ নিয়োগ বোর্ড ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
উল্লেখ্য, রাজবাড়ীতে কনস্টেবল পদে অনলাইনে আবেদন করেছিল ২,০৩৩ জন। রাজবাড়ী জেলায় কনস্টেবল ৩১ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১৪৯৭ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩৫৭ জন লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট হয়। এর মধ্যে ৩৫৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারা মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে চূড়ান্তভাবে ৩১ জনকে (২৩ জন ছেলে ও ৮ জন মেয়ে) মনোনীত করে রাজবাড়ী জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড। এ সময় অপেক্ষমান রাখা হয় আরও ৫ জনকে।
জানা গেছে, গত ২৯শে অক্টোবর রাজবাড়ী পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের প্রথম দিনের ইভেন্টে ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের ইভেন্ট শেষে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের গত ৩০শে অক্টোবর ‘শারীরিক সহনশীলতা পরীক্ষা’ এর ‘২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের গত ৩১শে অক্টোবর ‘শারীরিক সহনশীলতা পরীক্ষা’ মাঠ পর্যায়ের শেষ ইভেন্টসমূহ ‘পুরুষ ১৬০০ মিটার দৌড় ও নারী ১২০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপিং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনদিনের মাঠ শেষে গত ১৭ই নভেম্বর সকাল ১০ টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় ১০৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।
উত্তীর্ণ প্রার্থীরা গতকাল ২৪শে নভেম্বর ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে মেধাতালিকায় পুরুষ ২৩ জন ও নারী ৮ জনকে মনোনীত করা হয় এবং ৫ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।
কনস্টেবল নিয়োগের চূড়ান্তভাবে মনোনীত হওয়া রহিম বিশ্বাস বলেন, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আমি একজন পুলিশ সদস্য হতে পেরেছি। আমি অনেক পরিশ্রম করে, পড়ালেখা করে নিজের মেধা দিয়ে আজ পুলিশে চাকরী পেয়েছি আলহামদুলিল্লাহ।
মোছাঃ মীরা খাতুন বলেন, আমার বাবা একজন দিন মজুর। মাত্র ১২০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করেছিলাম। কোন ঘুষ ও তদবীর ছাড়া নিজের শারীরিক যোগ্যতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে আমি চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছি। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। আমি নিয়োগ কমিটি ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।