ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৮ ১৪:৩৯:৪০

রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল ২৮শে নভেম্বর সদর উপজেলার কোলার হাট বাজার ও কুটির হাট বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স টিম। 

 জানা গেছে, বিশেষ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে সদর উপজেলার কোলারহাট ও কুটিরহাট বাজারে বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

 এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধের কুটিরহাটে আক্তার স্টোরকে ৫হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে কোলারহাট বাজারের নাফিস ট্রেডার্সকে ২হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স মনির এন্টারপ্রাইজকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

 অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী এবং এসআই মোঃ মুক্তার আলী উপস্থিত ছিলেন।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ