রাজবাড়ী শহরের সজ্জনকান্দা কাহারপাড়া যুব সমাজের আয়োজনে গত ২৯শে জুলাই রাতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মেহেদী হাসান যশোরী।
এডঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে মাহফিলে পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম বয়ান করেন।
এ সময় অতিথি হিসেবে এ্যাডঃ মিজানুর রহমান সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক স্থপতি রিফাত বিন আসাদ, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এডঃ শাহারিয়া জামান রাজিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।