ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০২ ১৪:১৫:৩৫

 রাজবাড়ীতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক জেলা কমিটির সভা গতকাল ২রা ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তহমিদা খানমসহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা বক্তব্য রাখেন।

 জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেনের সঞ্চালনায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ