ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ৪হাজার কৃষককে পুনর্বাসনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৪ ১৪:৫৩:১৯

রাজবাড়ীতে বিএডিসি’র নষ্ট পিঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্ত ৪হাজার কৃষককে পুনর্বাসনের দাবীতে গতকাল ৪ঠা ডিসেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জাতীয় কৃষক সমিতি।

 জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধনে সংগঠনের সভাপতি সভাপতি কৃষক ছলেমান আলী দুলুর সভাপতিত্বে কৃষকদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, বাংলাদেশ কৃষক সমিতির নেতা আব্দুস সামাদ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

 এ সময় জাতীয় কৃষক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক বিক্রম দত্ত, সদর উপজেলার সভাপতি এডঃ আরব আলী ও পৌর কমিটির সভাপতি আব্দুর বারেক মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মধ্যে রাজবাড়ী জেলা পিঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে। বিএডিসির কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকার বীজ জেলার ৪ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এর একটি বীজও অঙ্কুরোদগম হয়নি। যার কারণে ৪ হাজার কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছে।। বীজ বপনের পর অঙ্কুরোদগম না হওয়ায় কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন করতে হবে। আমরা তাদের ক্ষতিপূরণ দাবী করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা না করা হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

 তারা আরও বলেন, নষ্ট বীজের কারণে এবছর জেলায় লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ কম হবে। রাজবাড়ী জেলার সকল গণতান্ত্রিক লড়াই, প্রতিটি মানুষের মুখে আহার যোগানো, কৃষক সমাজের ভূমিকা অনন্য ও অতুলনীয়। অথচ সেই কৃষক সমাজ আজও অবহেলিত ও বঞ্চিত। এদেশের উন্নয়ন, গণতন্ত্র এগিয়ে নিতে কৃষকের স্বার্থকে নিশ্চিত করতে হবে। কৃষি উপকরণের মূল্য কমাতে হবে। ব্যাংক ঋণের সুদ কমিয়ে সরল সুদে কৃষকদের ঋণ দিতে হবে। এনজিও ঋণের সুদ কমাতে হবে।

 মানববন্ধন শেষে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মরাকলিপি প্রদান করা হয়।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ