ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদর ইউএনও রবিউল আলমের বিদায় সংবর্ধনা প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৬ ১৪:০৯:৪৬

 বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গত ৫ই ডিসেম্বর দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

 জেলা প্রশাসক ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পালসহ কালেক্টরেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 জানা গেছে, ৩৪তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ রবিউল আলম রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ৩রা মার্চ যোগদান করেন। গত ২১শে নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। তিনি ৯মাস ২দিন সদর উপজেলার ইউএনও হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে যোগদানের জন্য গত ৫ই ডিসেম্বর বিকেলে তিনি নতুন ইউএনও মারিয়া হকের কাছে দায়িত্ব হস্তান্তর করে রাজবাড়ী থেকে অবমুক্ত হন।

 তিনি দায়িত্বে থাকাকালীন সদর উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ‘নো ইউর পটেনশিয়াল’ নামক একটি সেশন চালু করে সাড়া ফেলে ছিলেন। 

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ