ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে টাস্কফোর্স টিমের তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৭ ১৪:০৫:০৯

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ টাস্কফোর্স টিমের তদারকি অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 গতকাল ৭ই ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

 জানা গেছে, ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে গোয়ালন্দ উপজেলার মঙ্গলপুর বাজার ও উজানচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পূর্ব উজানচর বাজারের হান্নান স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ২ হাজার টাকা, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য ৫ হাজার টাকা ও একই অপরাধে মা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী ও এসআই মোঃ আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ