রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা।
গতকাল ১০ই ডিসেম্বর বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে টিআইবি ঢাকার ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মোঃ মাহান উল হক, তথ্য মেলা আয়োজন কমিটির আহ্বায়ক সৌমিত্র শীল চন্দন বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু ও সনাক সদস্য নুরুল হক আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন ও সানজিদা আক্তার।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের তথ্য অধিকার আইন হয়েছে। আমরা সবাই সমাজের অংশ। আমাদের সমাজের সবাই যদি এক মেন্টালিটির না হয়, আমরা যদি সবাই একভাবে গ্রুমিং না হয়, আমরা অনেক সময় আমাদের ইনকাম বলতে চাই না, আমরা অনেকের ক্ষেত্রে বয়স বলতে চাই না, আমাদের কাছে কোন ইনফরমেশন চাইলে আমরা সেটা ডিলে করতে চাই, আমাদের এই মেন্টাল সিরাপটাকে ধ্বংস করে দিতে হবে। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি এখান থেকে বের হয়ে না আসতে পারি, আমাদের মেন্টাল স্টেট যদি সেরকম থাকে, আমাদের উদ্দেশ্য যদি সৎ না থাকে, আমাদের উদ্দেশ্য যদি ভালো না হয়, তাহলে আমাদের শুধু আইন দিয়ে হবে না। আইনের বাইরে গিয়েও আমাদের সামাজিক যে পরিবর্তনটা সেটা আমাদের সবার মধ্যে এবং নিজেদের মধ্যেও হতে হবে। আইনের বেড়াজালের মধ্যে আপনাকে কতটুকু সেবা দিতে পারব। আইনের বেড়াজাল দিয়ে বাধ্য বাধকতার মধ্যে আসলে সেবা হয়না। শুধু আইনের তথ্য দিয়ে সেবা হবে না। আইন আইনের গতিতে চলবে। আমরা বিশ্বাস করি আমাদের অফিসার হিসেবে কাজ করছেন যাদের কাছে আমাদের সম্মানিত নাগরিকগণ সামনে এসে দাঁড়ান আপনারা শুধু তথ্য দিয়ে না, তারা যে বিষয়টি জানতে চায় ও যে বিষয়ে সহায়তা চায় আপনার সেই বিষয়টা একটু সহযোগিতা করবেন। এটা নাগরিকের প্রাপ্য অধিকার। আমরা তাদের এই অধিকার নিশ্চিত করব।
আলোচনা সভা শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন। মেলা উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ২৯টি স্টল রয়েছে। সরকারী বিভিন্ন সেবা, উন্নয়নমুলক কাজ ও চলমান প্রকল্পের তথ্য পাওয়া যাবে এ মেলায়।
এছাড়াও সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ বিষয়ে সেবা প্রদান এবং সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হয়।