ঢাকা সোমবার, মার্চ ২৪, ২০২৫
পাংশায় উপজেলা ও পৌরসভা জাসাসের উদ্যোগে কর্মী সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-১৩ ১৪:২৫:২৯

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পাংশা পৌরসভা শাখার উদ্যোগে গতকাল ১৩ই ডিসেম্বর সকালে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে কর্মী সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা জাসাস’র সভাপতি মোঃ জাকির হোসেন সরদারের সভাপতিত্বে এবং পাংশা পৌরসভা জাসাস’র সভাপতি মোঃ হারুন অর রশিদের উপস্থাপনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জাসাস’র আহবায়ক মোঃ আশরাফুল আলম বক্তব্য রাখেন।

 অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা জাসাস’র সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু, পাংশা পৌরসভা জাসাস’র সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, অধ্যাপক মোঃ সহিদুর রহমান, মোঃ ফরহাদ আহমেদ ও মাসুদ রানা প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে জাসাস সংগঠনের কার্যক্রম জোরদার করণের গুরুত্বারোপ করেন।

 জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পাংশা উপজেলা ও পৌরসভা জাসাস’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ কর্মী সভায় উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ