ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসকের বাণী
  • (মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা)
  • ২০২৪-১২-১৩ ১৪:২৮:৩৬

আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। বিশ্ব মানবতার ইতিহাসে এক কালো অধ্যায় যা স্তম্ভিত ও হতবাক করেছিল বিশ্ব বিবেককে। বুদ্ধিজীবীগণ ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি নির্যাতনের বিরুদ্ধে সামাজিক এবং সাংস্কৃতিক ভাবে বাঙালি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে নিজেদের অধিকার ও দাবী সম্পর্কে সোচ্চার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি অর্থনৈতিক-রাজনৈতিক মুক্তির আন্দোলনকে বেগবান করেন। তাই হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে ১৯৭১ সালের এইদিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে এ দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। এ জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের।

 আজকের এই দিনে আমি নিহত সকল শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি, যাঁরা বিবেকের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করেছেন; অন্যায়ের প্রতিবাদ করেছেন; নিজেদের জ্ঞান ও অধ্যবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়ে নির্মম মৃত্যুকে আলিঙ্গন করেছেন। আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 শহিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে সমাজ ও দেশ গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে। শহিদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্র ও সমাজে মুক্তবুদ্ধির চর্চায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষিত হোক এই প্রত্যাশা আমাদের সকেলের। দেশপ্রেমের আদর্শে বলীয়ান হয়ে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন, জনসাধারণের সমঅধিকার নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর, উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আমরা একসাথে কাজ করব- শহিদ বুদ্ধিজীবী দিবসে এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।

(মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা)

জেলা প্রশাসক

রাজবাড়ী।

 
মহান বিজয় দিবসে জেলা প্রশাসকের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসকের বাণী
রাজবাড়ীতে কোন চাঁদাবাজি হবে না॥কাউকেই করতেও দিবো না------জেলা প্রশাসক
সর্বশেষ সংবাদ