ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দির জামালপুর বাজারে ২জন দোকানীকে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১০-২৯ ১৪:৫২:২৩
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল গতকাল ২৯শে অক্টোবর দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে তদারকি অভিযান পরিচালনা করে -মাতৃকণ্ঠ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ২৯শে অক্টোবর দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে নকল ব্র্যান্ডের টেলিভিশন বিক্রির দায়ে এসপিএম ইলেকট্রনিক্স নামক একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানীকে ১০ হাজার টাকা এবং নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে জিন্না স্টোর নামক একটি মুদী দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। 
  এছাড়াও জিন্না স্টোর থেকে ৪/৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। 

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ