রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় দীর্ঘ ১৭বছর পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে ডিসেম্বর বেলা ১১টায় জাসাসের উপজেলা শাখার আয়োজনে কালুখালী মহিলা কলেজের হল রুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসাসের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনিনের সভাপতিত্বে এতে জেলা জাসাসের আহ্বায়ক মোঃ আশরাফুল আলম, সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক মীর মোঃ জুলফিকার আলী টিটু, মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুস সালাম মঞ্জু, নূরনবী মিয়া সবুজ ও মাছেম আলী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভা সঞ্চালনা করেন কালুখালী উপজেলা শাখা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আতর ও সাংগঠনিক সম্পাদক শামছুল আলম।
এছাড়াও সভায় জেলা জাসাসের সদস্য আব্দুল মতিন মিঞা, গাজী জহির উদ্দিন, পাংশা উপজেলা জাসাসের সভাপতি মোঃ জাকির হোসেন সরদার, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সদস্য মিজানুর রহমান লিমন, জাসাসের নেতাকর্মীদের মধ্যে ইয়াদুদ, আবু বকর সিদ্দিক বাবু, আপেল মাহমুদ, মোসাদ্দেক হোসেন মুসা, জিল্লুর রহমান, ফিরোজ মোল্লা, আব্দুর রশিদ, নাজির হোসেন চুন্নু,আফতাব হোসেন, তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কালুখালী উপজেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদের কন্যা রোদেলা ফিরোজ তার কণ্ঠে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা গানটি পরিবেশন করেন।