ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে অবমাননার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৩ ১৪:০৪:৩৮

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে অবমাননা ও ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদের ওপর গুপ্ত হামলা এবং হেনস্থার প্রতিবাদে মশাল মিছিল ও মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
 গতকাল ২৩শে ডিসেম্বর রাতে রাজবাড়ী শহরের ১নং রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদী মশাল মিছিল বের করে তারা।
 রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী বলেন, কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে অবমাননার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। ওই মুক্তিযোদ্ধার অপরাধ তার নামে মামলা আছে, কিন্তু তার সাজা তো আর কোন দল বা মানুষ দেওয়ার অধিকার রাখেনা। তাকে সাজা দেবে প্রশাসন। এছাড়া ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রদের ওপর চোরাগুপ্ত হামলা এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদের হত্যা করার তীব্র নিন্দা জানাই। যত দ্রুত সম্ভব এর সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী জানাই।
 এ সময় জেলা ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক তাসিন খান ও প্রচার সম্পাদক মাহির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ