ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চাঁদপুরে নিহত জাহাজ মাস্টার কিবরিয়া ও সবুজ হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী পরিবারের
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৫ ১৩:৩৪:৫০

চাঁদপুরে মেঘনা নদীতে খুনের শিকার এমভি বাখেরা জাহাজের মাষ্টার গোলাম কিবরিয়া ও তার ভাগ্নে সবুজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করে সরকারের কাছে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী করেছেন তাদের পরিবার।

 গত ২৩শে ডিসেম্বর চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা জাহাজটিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

 এদিকে ময়না তদন্ত শেষে গোলাম কিবরিয়া(৬০) ও তার বোনের ছেলে সবুজ শেখে(২৭) এর লাশ গত ২৪শে ডিসেম্বর রাত ১১টার দিকে ফরিদপুরে এসে পৌছে। এরপর সদর উপজেলার জোয়াইর গ্রামের জোয়ারের মোড় জামে মসজিদ কবরস্থানে তাদের দুজনকে পাশাপাশি দাফন করা হয়। 

 জানা গেছে, গত প্রায় ৪০ বছর জাহাজে চাকরি করেছেন গোলাম কিবরিয়া। অবসর নিয়ে দু-একদিনের মধ্যেই তার বাড়ী ফেরার কথা ছিলো। বাড়ীতে স্ত্রী, দুই মেয়ে ও ছোট একটি ছেলে রয়েছে তার। আগামী ১০ই জানুয়ারী তার মেয়ের বিয়ের দিন ধার্য্য করা হয়েছে। পাড়াপড়শিরা ঘরবাড়ী পরিষ্কার করে গোছগাছ করছিলেন।

 কিন্তু বিয়ের আনন্দের বদলে সেখানে তারা এখন শোকের আয়োজনে ব্যস্ত!

 গোলাম কিবরিয়ার ভাগ্নে শেখ সবুজের(২৬) বাড়ীর দুরত্ব এক কিলোমিটারেরও কম। এ মাসেই মামার হাত ধরে জাহাজে লস্করের কাজে যোগ দিয়েছিল সে। জোয়ার গ্রামের সবুজের মৃত আতাউর রহমানের ৬ ছেলে ও ৪ মেয়ের মধ্যে সবুজ একজন। চাকরিতে যাওয়ার সময় তার মা ঢাকায় থাকায় শেষ দেখাটাও হয়নি এই মা-ছেলের।

 “তুমি দোয়া কইরো আমার জন্য। আমি তোমার কাছে টাকা পাঠায় দিবানি।” মাকে বলেছিল সবুজ মোবাইলে। ছেলের এই স্মৃতি মনে করে কাতর হয়ে পড়ছেন রিজিয়া বেগম।

 তিনি বলেন, মাত্র তিনদিন আগেই আমার ছেলের সাথে কথা হইছে। আমারে বলেছে, মা আমি মামার সাথে বাড়ি আসতেছি। আমার ভাইর সাথেও আমার কথা হইছে। মেয়ের বিয়ে। আইজই আসার কথা ছিলো।’ কান্নায় ভেঙ্গে যাওয়া রিজিয়া বেগম বলেন, “ওরা মালছামানা সবকিছু নিয়ে যাইতো, আমার ছেলেগের ক্যান মাইর্যা গেলো? আমি এই দুইটা শোক কেমনে সইবো? অসুখ বিসুখ হয় আলাদা কথা। এমনে মার্যা থুইয়্যা যায় নেকি? ওরা কি আজরাইল নেকিৃ? ও আল্লাহ্ এমন কোন নজির আমি জীবনে দেখি নেই এক জাহাজে এমনে সবাইরে মাইর্যা ফেলে। আমি বিচার চাই। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।”

 গোলাম কিবরিয়ার স্ত্রী রোজি আক্তার বলেন, মেয়ের বিয়ের জন্য জানুয়ারীর ১০ তারিখে তারিখ ঠিক করছে উনি। বাপের যেই স্বপ্ন থাকে সন্তানরে নিয়্যা। মেয়েরে উঠ্যায় দিবি বৈল্যা আসার কথা ছিলো আজকালের ভিতরেই। আইজ নয়তো কাইলই বাড়ি আসার কথা। রিজিয়া ডুকরে ডুকরে কেঁদে উঠেন কথা বলতে যেয়ে। 

 “ও আল্লাহ, তুমি আমারে এতো বড় পরীক্ষায় কেনো ফেলাইলা? অসুস্থ্য হইতো, আমি টানতাম। কিন্তু যা হইলো আমার ধরাছোঁয়ার বাইরে। কিভাবে কি হইলো কিছুই বুঝলাম না। আমারে সময় দিয়ার জন্যি বাড়ি আসতে চাইছিলো। এখন আমি কি দিয়ে কি করবো? 

 মেয়ের বিয়ের জোগাড় করে গিয়েছেন উনি? জানতে চাইলে হাহাকার করে উঠলেন তিনি। বললেন, আর জোগাড়! কিভাবে খাইয়্যা-না খাইয়্যা চলেছি তা আমি জানি। গত পাঁচ মাস যাবত উনি বেতনও পায়না। আমরা পরিবারে তিন চারজন মানুষ। আমাদের কি অপরাধ? তিনি বলেন, যদি পরিকল্পিতভাবে এসব হয় তাহলে আমি অবশ্যই সুষ্ঠ বিচার দাবি করি। 

 গোলাম কিবরিয়ার বড় মেয়ে হাবিবা আক্তার গেরদার আব্দুল খালেক ডিক্রি কলেজে স্নাতক ২য় বর্ষের ছাত্রী। ছোট মেয়ে মুসলিমা একই কলেজে ইন্টারমিডিয়েট ২য় বর্ষে পড়ে। একেবারে ছোট ছেলেটি মোঃ রুবায়েত পড়ছে মক্তবে। 

 নিহত গোলাম কিবরিয়ার প্রতিবেশী মোঃ আবুল হোসেন, এভাবে তাদেরকে হত্যার শিকার হতে হবে তা ভাবতেও পারছিনা। এ ঘটনায় গোলাম কিবরিয়ার পরিবার অথৈ সাগরে পড়ে গেছে। 

 মোঃ আজিজুর রহমান নামে তাদের এক আত্মীয় বলেন, মর্মান্তিক এই পরিবার দুটিকে স্বান্তনা দেয়ার কোন ভাষা নেই। তিনি এই ঘটনার রহস্য উদ্ধার করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

 সবুজের বড় ভাই মিজানুর রহমান ফারুক বলেন, আমি নিজে গেছি খবর শুনে লাশ আনতে। তাদের যেভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে মাথার ঘিলু বের হয়ে গেছে। কোন মালামাল নেয় নাই। এটি কোন বিশেষ গোষ্ঠী আতঙ্ক ছড়ানোর জন্য করতে পারে। মালিক পক্ষ থেকেও হতে পারে। আবার শুনছি, চট্টগ্রামে সার বোঝাই করার সময়েও তাদের সাথে বাকবিতন্ডা হয়। এসব কোন কারণও থাকতে পারে।

 নিহত গোলাম কিবরিয়ার সহকর্মী একই কোম্পানির অন্য আরেকটি জাহাজের মাস্টার মোঃ আবুল কাশেম বলেন, আমরা ৭২ ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। যাতে এরপরে আর কেউ এমন ঘটনা না ঘটাতে পারে। এছাড়া তিনি নিহতদের পরিবারের জন্য প্রত্যেক পরিবারকে ২০ লাখ করে টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। তিনি বলেন, এ ঘটনায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন আজ ২৬শে ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন খুনিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য। অন্যথায় আমরা জাহাজ শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটে নামবো।  

 উল্লেখ্য, গত ২৩শে ডিসেম্বর চাঁদপুরের হাইমচর নীলকমল ইউনিয়নে মেঘনা নদীর মাঝেচর এলাকায় সারবাহী এমভি আল-বাখেরা জাহাজে মাস্টার ও চুকানিসহ ৭জন খুনের ঘটনা ঘটে। উল্লেখিত দুইজন ছাড়াও ফরিদপুর সদর উপজেলার বগারটিলা গ্রামের সেকেন্দার খালাসির ছেলে জুয়েল রানা(৩৫) নামে এক যুবক ওই ঘটনায় গুরুতর আহত হন। তার শ্বাসনালি কেটে গেছে। তার অবস্থাও শঙ্কটাপন্ন বলে জানা গেছে।

 
রাজবাড়ী সরকারী শিশু পরিবার ও মাদ্রাসায় কম্বল ফল নিয়ে ডিসি
রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা ও গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কিত সভা
 ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাতে রাজবাড়ীতে তাসনিম জারা
সর্বশেষ সংবাদ