রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া চরের শিকদার পাড়ার কৃষক কদম আলী শেখ(৫৫) হত্যার বিচারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলার হরিণবাড়িয়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে নিহত কদম আলী শেখের স্ত্রী কাকলী বেগম, মেয়ে আসমা বেগম, ছেলে আফজাল শেখ ও ছোট মেয়ে পূর্ণিমা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কৃষক কদম আলীকে হত্যা করে আবুল কালাম ও তার পরিবারের লোকজন। ঘটনার দিন বিকেলে কদম আলী হরিণবাড়িয়া বাজারে মূলা ও ধনিয়াপাতা বিক্রি করতে গিয়েছিলো। রাত হয়ে গেলেও সে বাড়ীতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার মাঠের মধ্যে একটি রসুন ক্ষেতে এলোমেলো অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তাদের অভিযোগ তার মাথা, পা ও নাকে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকলেও পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।
বক্তারা কৃষক কদম আলী শেখের হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত ৯ই ডিসেম্বর দিনগত রাত ১১টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার মাঠের মধ্যে ঠান্ডু মৃধার রসুন ক্ষেত থেকে কৃষক কদম আলী শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কালুখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।