রাজবাড়ী জেলার পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ গতকাল ২৬শে ডিসেম্বর শুরু হয়েছে। স্টেশনের ১নং প্লাটফর্মের পূর্ব দিকে ৪৭০ ফুট বর্ধিতকরণের রিটেইনিং ওয়ালের বেইজ ঢালাই করণের মধ্য দিয়ে স্টেশনের আধুনিকায়ন প্রকল্পের কাজ দৃশ্যমানভাবে শুরু হয়েছে। সকাল ১০টায় রিটেইনিং ওয়ালের বেইজ ঢালাই শুরু হয়। জানা যায়, রাজবাড়ী রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সোহাগ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণ কাজের মনিটরিং করছেন।
এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী সোহাগ রানা বলেন, ডিজাইন মোতাবেক পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ চলছে। প্রথমে ১নং প্লাটফর্মের পূর্ব দিকে ৪৭০ফুট বর্ধিতকরণ করা হচ্ছে।
এরপর নতুন করে ২নং প্লাটফর্ম নির্মাণ করা হবে। নতুন ২নং প্লাটফর্ম হবে ১হাজার ২১৫ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট।
এছাড়া ১নং প্লাটফর্মের আরো উন্নয়ন করা হবে। পর্যায়ক্রমে পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ চলবে।
তিনি আরো জানান, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন প্রকল্পের কাজ করছে। শতভাগ কোয়ালিটি মেইনটেন করে নির্মাণ কাজ চলছে এবং সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।