ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
রাজবাড়ীতে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে কাচ্চি বাড়ীকে ১০ হাজার টাকা জরিমানা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-১২-৩০ ১৪:৪১:৩২

খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ীর “কাচ্চি বাড়ী”-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স টিম।
 গতকাল ৩০শে ডিসেম্বর সকালে রাজবাড়ী শহরের বিনোদপুর কাচ্চি বাড়ীর কারখানায় গিয়ে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
 অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক ও জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক(এ.এস.আই) মোঃ হাবিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীর ১নং রেলগেটে অবস্থিত রেস্টুরেন্ট কাচ্চি বাড়ীর কারখানায় আমরা অভিযান পরিচালনা করি। এ সময় তাদের রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও কাচ্চি’তে নিষিদ্ধ খাদ্য দ্রব্য ব্যবহার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধের কারণে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ঘন কুয়াশার কারণে প্রধান উপদেষ্টা না আসায় সেনাবাহিনীর মহড়া স্থগিত
বিনোদপুরে তানভীর হত্যা মামলার প্রধান আসামী সবুজ হরিরামপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ