আগামী ১৩ই জানুয়ারী রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভা সফল করতে গতকাল ৪ই জানুয়ারী পাঁচুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্ততিমূলক জনসভায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুল শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম মল্লিক, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এস এস কাউসার মাহমুদ, সাবেক মেম্বার মোঃ শাহজাহান, ঝন্টু, ওলামা দলের সাধারণ সম্পাদক কুতুব, ৬নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন। এসময় পাঁচুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, আগামী ১৩ই জানুয়ারী পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপি'র জনসভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।