ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০৫ ০০:০৩:২০

উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) গতকাল ৪ঠা জানুয়ারী শহরের বড়পুলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
 নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
 নির্বাচনে সভাপতি পদে খোন্দকার মাহমুদুল হক জুয়েল ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ আক্তারুজ্জামান হাসান পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সুকুমার ভৌমিক ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ৭০ ভোট পেয়েছেন।
 সহ-সভাপতি পদে রনজিত সরকার টিটু ৮৩ ভোট ও মোঃ মুরাদ হাসান ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে পরাজিত ২জন প্রার্থীর মধ্যে মোঃ সামসুদ্দিন মন্ডল ৮১ ভোট ও পরিমল কুমার সাহা ৭৩ ভোট পান।
 সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ বাবলু বেপারী ৯১ ভোট ও রইচ উদ্দিন বাবু ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে পরাজিত ২জন প্রার্থীর মধ্যে মোঃ শামীরুল হোসেন শামু ৭৪ ভোট ও খন্দকার আনিসুর রহমান পেয়েছেন ৬৭ ভোট।
 সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল বিন খালেক ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী চন্দন কুমার সাহা ৭১ ভোট পান।
 কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী মোল্লা ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কুঞ্জন কান্তি সরকার ৭৩ ভোট পান।
 দপ্তর সম্পাদক পদে গিরীন্দ্র নাথ বিশ্বাস (গুরুদাস) ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। একমাত্র প্রতিদ্বন্দ্বী সামসুল আলম পেয়েছেন ৬৩ ভোট।
 এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আবিদুর রহমান টিটু ৯২, মোঃ নূরুদ্দীন শেখ ৯০, বিপ্লব কুমার দত্ত ৮৭, বিকাশ রঞ্জন সরকার কংকন ৮৬, দেবাশীষ কুমার রাহা ৮৪, মোঃ মুকিবুর রহমান ৮৩, বিকাশ কুমার ঘোষ ৮২ ও মোঃ আজিজুল ইসলাম বাবু ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
 এ পদে পরাজিত প্রার্থীদের মধ্যে শেখ সালাম ৭৬, মোঃ শাহীন মিয়া ৭৩, সাধন কুমার দাস ৭১, মোঃ আব্বাস উদ্দীন মিয়া ৭০, মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস ৭০, মোঃ আঃ মতিন মিয়া ৭০, কাঞ্চন কান্তি সরকার ৬৮ ও মোঃ রমজান আলী মোল্লা ৬১ ভোট পেয়েছেন।
 এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৬৭ জন। এর মধ্যে ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দেব দুলাল ভৌমিক ও নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আরজু রহমান ও নাজমুস শাহাদাৎ কামাল।
 নবনির্বাচিত সভাপতি খোঃ মাহমুদুল হক জুয়েল বলেন, আমি রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ভাই আমাদের এই নির্বাচনটা নিরপেক্ষ করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমি রাজবাড়ীবাসীকে অভিনন্দন জানাই তারা আমাদের সার্বিকভাবে নির্বাচনে সহযোগিতা করেছেন।
 নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, আমাদের নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি সড়ক পরিবহন মালিক গ্রুপের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।

 

 

অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে ঃ হাসনাত আব্দুল্লাহ
রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা
রাজবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের তালিকা যাচাই-বাছাই সভা
সর্বশেষ সংবাদ