রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ১লা নভেম্বর সকালে ‘মুজিব বর্ষের আহ্বান-যুব কর্মসংস্থান’-প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী, আলোচনা সভা এবং প্রশিক্ষিত যুবদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম হেলাল উদ্দিন ও একাডেমিক সুপার ভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী।
আলোচনা সভার শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত ১২জন যুব’র মধ্যে ৪ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।