ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
বালিয়াকান্দির খালকুলায় অগ্নিকান্ডে সার-কীটনাশকের দোকান ভস্মিভূত
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২০-১১-০১ ১৫:২৩:০৬
বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামে গত ৩১শে অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে সার-কীটনাশক ও ডিজেলের দোকান ভস্মিভূত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে জাকির শেখ নামে এক ব্যক্তির সার-কীটনাশক ও ডিজেলের দোকান ভস্মিভূত হয়েছে। 
  গত ৩১শে অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
  ক্ষতিগ্রস্ত দোকানী খালকুলা গ্রামের জাকির শেখ জানান, অগ্নিকান্ডে তার প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি ব্র্যাক, আশা, পল্লী প্রগতীসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছিলেন। 
  এ ব্যাপারে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরকারী সহায়তা কামনা করেন। 

 

পাংশায় নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বুড়ো
দৌলতদিয়ার ৮নং ওয়ার্ডের ৪টি গ্রামে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার হচ্ছে
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা
সর্বশেষ সংবাদ