রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গতকাল ১২ই জানুয়ারী দুপুরে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ মোঃ লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহীনুর রহমান শাহীন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ ও পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির নেতারা বিদায়ী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার অল্প দায়িত্বকালীন সময়ে রাজবাড়ীতে প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। তিনি জনগণের সেবা ও উন্নয়নমূলক কাজে নিবেদিত ছিলেন।
বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন “রাজবাড়ীর মানুষ অত্যন্ত আন্তরিক। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। আশা করি ভবিষ্যতেও এই জেলার উন্নয়ন অব্যাহত থাকবে।”