রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই জানুয়ারী রাত সাড়ে ১০টায় রাজবাড়ী সার্কিট হাউজ মিলনায়তনে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সময় নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার, বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, এনডিসি নাহিদ আহমেদসহ সকল সহকারী কমিশনার ভূমি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার আজ ১৩ই জানুয়ারী সকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার গতকাল ১২ই জানুয়ারী রাত ৯ টা ৫০মিনিটে ঢাকা থেকে রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।