ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
কালুখালী উপজেলায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৩ ১৪:১২:৪৪

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উৎযাপন উপলক্ষে গতকাল ১৩ই জানুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।

 এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, এনজিও প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। 

 এছাড়াও কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ সিকদার মমতাজ আহমেদ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজর শিক্ষক-শিক্ষার্থী এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 কর্মশালায় শিক্ষার্থী ও শিক্ষকরা তারুণ্যের ভাবনা-আগামীর বাংলাদেশ গঠনে বৈষম্যহীন দেশ, মানবাধিকার রক্ষা, দুর্নীতি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লিখিত মতামত তুলে ধরা হয়।

 

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ