ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৩ ১৪:১৩:৩৪

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা গতকাল ১৩ই জানুয়ারী সন্ধ্যায় স্থানীয় আল-নূর ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
 এ্যাসোসিয়েশনের সভাপতি ও পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে সহ-সভাপতি মোঃ মনজুরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, অর্থ সম্পাদক আবু ছাল্লেক বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক মোঃ আবুল হাশেম, প্রচার সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ ও স্বাস্থ্য সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য বাবুলাল সাহা, অরুন কুমার সাহা, ফারুক আহমেদ ও মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
 সভায় এ্যাসোসিয়েশনের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে উপস্থিত সবাই ফটোসেশনে অংশ নেয়।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ