শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন “ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ী”।
গত ১৪ই জানুয়ারী মধ্যরাতে ব্রাদার্স অটো মোবাইলস রাজবাড়ী ও এসিআই মটরস্ ইয়ামাহার সহযোগিতায় জেলা শহরের রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর বাইকার সদস্যরা শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেছে।
কম্বল বিতরণকালে ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর এডমিন সৌরভ শিকদার, ফরিদপুর জোনের টেরিটরি অফিসার ইফতেখারুল ইসলাম, ফরিদপুর জোনের সার্ভিস ইঞ্জিনিয়ার নাহিদ ইবন হোসাইনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জোনের টেরিটরি অফিসার ইফতেখারুল ইসলাম বলেন, তীব্র শীতে আমরা টিম ইয়ামাহা ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের সাথে নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি।
ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর এডমিন সৌরভ শিকদার বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা শুধু ভ্রমন, আড্ডার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে। আমরা শতাধিক শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ছড়াতে পেরেছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এসিআই মটরস ও ইয়ামাহা’র উদ্যোগে সারাদেশে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ানোর লক্ষে বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে শীতের উষ্ণ কম্বল বিতরণ করে আসছে।