ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
আলীপুরে নিরাপদ সাধারণ ও উচ্চ মূল্যের সবজি উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৫ ১৪:৫২:৫০

 রাজবাড়ীতে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি বাজার জাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় নিরাপদ সাধারণ ও উচ্চ মূল্যের সবজি উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 গত ১৪ই জানুয়ারী সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে শরীফ সবজি নার্সারিতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)  সহযোগিতায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি(এসডিসি) বাস্তবায়নে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

 এসডিসির প্রজেক্ট কো-অর্ডিনেটর রোকসানা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, আলীপুরের উপ-সহকারী কৃষি অফিসার মুনসুর আলম, রাজবাড়ী পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহান হোসেন বক্তব্য রাখেন।

 অন্যান্যের মধ্যে এআর মালিক সীড ইস্পাহানি জৈব সার বালাইনাশক কোম্পানির তাপস কুমার বর্মন, লাল তীর সীডের কবির তালুকদার, এ সি আই জৈব সার এর হুমায়ুন, এমাস সীড এন্ড এগ্রো লিঃ রবিউল ইসলাম, রাজবাড়ীর আরাফাত কৃষি ভান্ডারের প্রোপাইটার প্রোপাইটার আলাউদ্দিন হোসেন, কৃষক মিজানুর রহমান, আলাউদ্দিন হোসেন, কৃষক মিজানুর রহমান সবুজ ও নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 কৃষক মাঠ দিবস সবজি প্রদর্শনীতে শতাধিক কৃষক কৃষানীরা তাদের চাষ করা বিভিন্ন প্রকারের শীতকালীন সবজি নিয়ে আসেন। 

 বক্তারা বলেন, আপনারা দেখেছেন এখানে আধুনিক পদ্ধতিতল কোকো পিট অনুসরণের মাধ্যমে সবজির চারা উৎপাদন করে সাবলম্বী হয়েছেন মোঃ শরীফ মোল্লা। তার এই নার্সারিতে বিভিন্ন প্রকারের সবজির চারা পাওয়া যায়। শরীফ মোল্লার মত কোকো পিট অনুসরণ করে আপনারও সবজির চারা উৎপাদন নার্সারি করতে পারেন।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ