ব্যক্তি মালিকানা জমি দখল করে রাজবাড়ী শহরের বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের অভিযোগ উঠেছে।
গতকাল ১৫ই জানুয়ারী এ অভিযোগে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন রিয়াদ আলম(৩৮) নামে এক ব্যবসায়ী। এছাড়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন তিনি।
ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় দায়ের করা মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মামুনুর রশীদসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২জনকে বিবাদী করা হয়েছে।
মামলার বাদী রিয়াদ আলম রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার খোরশেদ আলম বাচ্চুর ছেলে। তিনি প্রসাধনী পণ্যের পাইকারী ব্যবসায়ী।
মামলার আরজিতে রিয়াদ আলম অভিযোগ করেন, তিনি বিনোদপুর মৌজার বিএস ১৪২২ নম্বর দাগের ২৭ শতাংশ ৮৮ লিংক জমির মধ্যে ৪.৬৭ শতাংশ জমি ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর সাফ কবলা দলিলমূলে কিনে নিজের নামে নাম পত্তন করে হাল সন পর্যন্ত খাজনা দিয়ে ভোগদখল করে আসছেন। গত ১৪ই জানুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মামুনুর রশীদসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার জমিতে ঢুকে বেআইনিভাবে পাকা স্থাপনা (শহীদ মিনার) নির্মাণ করতে যায়। তিনি পাকা স্থাপনা নির্মাণে বাঁধা দিলে উল্লেখিতরা তাকে খুন জখম করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা কৌশলে চলে যায়। যাবার সময় পরবর্তীতে তার জমি দখল করার হুমকির পাশাপাশি তাকে খুনজখম করার হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, যিনি অভিযোগ করেছেন তার সঙ্গে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। আর তাকে খুনজখমের হুমকি দেওয়ার কোন প্রশ্নই আসেনা। আমি এই বিদ্যালয়ে যোগদানের অনেক আগে থেকেই বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করে পাকা সীমানা প্রাচীর করা আছে। বিদ্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। তারপরও আইনগতভাবে যদি জমি তিনি পান, তাহলে আইনের মাধ্যমে নিবেন। এতে আমার কোন আপত্তি নেই।