ঢাকা শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
যৌথ বাহিনীর অভিযানে দয়ালনগর থেকে বিদেশী অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী হাফিজ গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০১-১৮ ১৪:৫৫:৫৪

 রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে গতকাল ১৮ই জানুয়ারী ভোর রাতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা গুলিসহ সন্ত্রাসী আরিয়ান হাফিজ (২৭)কে গ্রেপ্তার করেছে।
 গ্রেপ্তারকৃত আরিয়ান হাফিজ ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
 জানা গেছে, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজবাড়ী জেলার সদর উপজেলার সূর্যনগর এলাকার সন্ত্রাসী আরিয়ান হাফিজ(২৭) এর কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে গতকাল ১৮ই জানুয়ারী ভোর রাতে সেনা ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে আরিয়ান হাফিজকে গ্রেফতার করা হয়। এ সময় ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে তার ভাই মোঃ আনিছুর রহমান হৃদয়ের শয়নকক্ষ থেকে একটি বিদেশী পিস্তল(চাইনিজ), একটি ওয়ান শ্যুটার গান, ৪ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলিসহ সন্ত্রাসী আরিয়ান হাফিজকে গ্রেপ্তার করে তাকে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করে তাকে আদালত সোপর্দ করা হয়েছে।

 

রাজবাড়ীতে টাইফয়েডের টিকা নিয়েছে ২ লাখ ৭৯ হাজার ৬০৭জন॥জেলায় সাফল্য ৯০ শতাংশ
কলেজপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লাল সূর্য সংঘ চ্যাম্পিয়ন
 জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
সর্বশেষ সংবাদ