ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশার সাবেক এমপি মতিন মিয়া শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-২২ ১৪:৩৪:০০

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া(৭৭) ঠান্ডা, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট জনিত রোগে গত ২১শে জানুয়ারী সকালে পাংশা হাসপাতালে ভর্তি হয়েছেন।

 বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টসহ নানা কারণে অসুস্থ হয়ে মাছপাড়ার নিজ বাড়ীতে অবস্থান করছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া। গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 গতকাল বুধবার দুপুরে সরেজমিন পাংশা হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষীণকণ্ঠে বলেন, বুকের ব্যথা আগের চেয়ে একটু কমেছে। তবে এখনো শ্বাসকষ্ট আছে। হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

 বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া জনপ্রিয় একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি ১৯৭৯ সালে রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হলে তিনি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২০১৯ সালে অনুষ্ঠিত পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

 জাসদ রাজনীতির পাশাপাশি সামাজিক কল্যাণ ও সাহিত্য চর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন আব্দুল মতিন মিয়া। তার রচিত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ