রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারকে গতকাল ২২শে জানুয়ারী সকাল ১০টায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনোজয় বসু, সাধারণ সম্পাদক যাদব দত্ত, বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চ্যাটার্জী, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি(ভারপ্রাপ্ত) অধ্যাপক শিব শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক লিটন বিশ্বাস ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তন্ময় দাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জেলার সমসাময়িক বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন।