ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২৩, ২০২৫
রাজবাড়ীতে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সহশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২২ ১৪:৫২:৪৭

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সমন্বয় সভা-২০২৫ গতকাল ২২শে জানুয়ারী দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বক্তব্য রাখেন। 

 সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার ও এনডিসি নাহিদ আহমেদ ও জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন। 

 এ সময় ৫ উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ নাজির শিকদার, যুব প্রধান উজ্জ্বল কুমার দাস ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার  রাজবাড়ী যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমী সুপারভাইজারদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নিয়ে একটি সমন্বয় সভা এবং যুব রেড ক্রিসেন্ট দল গঠন, আলাদা রেড ক্রিসেন্ট ব্যাংক হিসাব খোলা ও পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-স্ব তহবিল থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণের আয়োজন করা জন্য নির্দেশনা প্রদান করেন।

 

রাজবাড়ীতে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সহশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত
 রাজবাড়ীতে জেলা কারাগার  পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
রাজবাড়ীতে মাদক ও সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেফতার
সর্বশেষ সংবাদ