ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২৩, ২০২৫
ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে ৩দিনের তারুণ্য মেলার বর্ণাঢ্য উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২২ ১৪:৪৭:০৪

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গতকাল ২২শে জানুয়ারী থেকে শুরু হয়েছে ৩দিনব্যাপী তারুণ্য মেলা। 

 গতকাল ২২শে জানুয়ারী দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে এ তারুণ্য মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।

 এ উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 

 ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার মধু সূদন সাহা এবং মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার ইসরাকুল জামান বক্তব্য রাখেন।

 এ সময় বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইংরেজি) মোঃ আব্দুল মজিদ।

 উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, স্কুল পর্যায়ে এতো সুন্দর তারুণ্যের মেলা আয়োজন করায় আয়োজক ও যারা এই মেলাতে অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ জানাই। এই তারুণ্যের মেলার মাধ্যম দিয়ে তোমরা যেভাবে মেলাতে অংশগ্রহণ করেছো, সেভাবে গভীর মনোযোগ দিয়ে আনন্দের সাথে তোমরা পড়াশোনা করবে। আমাদের বর্তমান প্রজন্ম যদি পড়াশোনা ঠিক মতো না করে তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হবে। এই স্কুলে যারা শিক্ষার্থী আছে এবং এই মেলায় যারা অংশগ্রহণ করবে তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমরা নিয়মিত খেলাধুলা করবো। তার সাথে আমরা পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাবো

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, আমরা  এই তারুণ্যের মেলাটা স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি সুন্দর করতে। আমরা ২৩টি স্টল করেছি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিভা দেখলাম আমার মনে হয় আরো ২০টি স্টল করলে ভালো হতো। জায়গার জন্য আমরা করতে পারিনি। তোমাদের এমন অংশ গ্রহণের পাশাপাশি তোমাদের লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মনে করি শুধু পুঁথিগত বিদ্যা বড় কথা না প্রযুক্তিগত বিদ্যাসহ সকল দিকে পারদর্শী হতে হবে। আমাদের প্রতিষ্ঠানটি দুর্বল প্রতিষ্ঠান থেকে উন্নতির দিকে বৃদ্ধি পাচ্ছে।

 এর আগে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের অংশ গ্রহণে ২৩টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। স্টলে শিক্ষার্থীরা ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, পিঠাপুলি, আইসিটি, রোবটিক্স, বিজ্ঞান বিষয় প্রজেক্ট, বিভিন্ন পশুপাখি ও জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। আগামী ২৫শে জানুয়ারী এ মেলা সমাপ্ত হবে। 

 

রাজবাড়ীতে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সহশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত
 রাজবাড়ীতে জেলা কারাগার  পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
রাজবাড়ীতে মাদক ও সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেফতার
সর্বশেষ সংবাদ