ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে ৩জন ব্যবসায়ীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২৩ ১৫:২৮:১১

 রাজবাড়ীতে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
 গতকাল ২৩শে এপ্রিল বিকালে বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়া বাজার ও বহরপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান।
 জানা গেছে, অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১) ধারা লঙ্ঘনে ১টি মামলায় ১জন মালিককে ২হাজার টাকা এবং মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনে দুটি প্রতিষ্ঠান মালিককে ২হাজার টাকাসহ সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং সতর্ক করা হয়।
 অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, জেলা প্রশাসনের পেশকার মোঃ মানিক মিয়া ও জেলা পুলিশের টিম সহযোগিতা করে।
 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ